মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে অপরূপ সাজে রাজধানীসহ সমগ্রদেশ 232 0
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে অপরূপ সাজে রাজধানীসহ সমগ্রদেশ
মঙ্গলবার ২৮সেপ্টেম্বর২০২১ইং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে অপরূপ সাজে সাজানো হয়েছে রাজধানীসহ সমগ্র বাংলাদেশ ।পুরো বাংলাদেশ ভিন্নরুপে সজ্জ্বিত হয়েছে জন্মদিনের আমেজে । রাজধানী শহরের বিজয় সরণির দুইপাশ জুড়ে বিশাল আকৃতির ডিজিটাল ব্যানার দিয়ে সাজানো হয়েছে। এসব ব্যানারে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
মনোয়ার হোসেন,পেশায় সাংবাদিক বলেন, প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাই। তার সময়ে দেশে অনেক উন্নয়ন হয়েছে।অন্য এক পথচারী বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে এতো সুন্দর করে রাস্তা সাজানো হয়েছে দেখে খুব ভালো লাগছে। আমাদের প্রধানমন্ত্রী অনেক দিন বেঁচে থাকুক। তার আমলে দেশে যত উন্নতি হয়েছে অন্য কারো আমলে এতটা হয়নি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জন্ম হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।এরপর অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে তার বেড়ে ওঠা। ১৯৭৫ সালের আগস্টে যখন জাতির পিতাসহ তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল, তখন তিনি এবং ছোট বোন রেহানা জার্মানিতে ছিলেন। সে সময় শেখ হাসিনা নিজের জীবন রক্ষার্থে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করেছিলেন। অবশেষে জীবনের ঝুঁকি নিয়ে তিনি ১৭ মে ১৯৮১ সালে দেশে ফেরেন।